বাইবেলভিত্তিক সুসমাচার প্রচার এবং শিষ্যত্ব
বাইবেলভিত্তিক সুসমাচার প্রচার এবং শিষ্যত্ব
Audio Course Purchase

Search Course

Type at least 3 characters to search

Search through all lessons and sections in this course

Searching...

No results found

No matches for ""

Try different keywords or check your spelling

results found

Lesson 7: প্রার্থনা এবং উপবাস

1 min read

by Stephen Gibson


ভূমিকা

বর্তমানে মন্ডলীর যা প্রয়োজন তা আরো বেশি যন্ত্রপাতি বা আরো ভালো হওয়া নয়, নতুন প্রতিষ্ঠান বা আরো ভালো এবং মহান পদ্ধতি নয়, বরং সেইসব মানুষদের প্রয়োজন যাদের পবিত্র আত্মা ব্যবহার করতে পারেন – প্রার্থনাশীল মানুষ, প্রার্থনার শক্তিশালী মানুষ। পবিত্র আত্মা পদ্ধতির মাধ্যমে কাজ করেন না, কিন্তু মানুষের মধ্যে দিয়ে করেন। তিনি কোনো যন্ত্রপাতির উপর আসেন না, কিন্তু মানুষের উপর নেমে আসেন। তিনি কোনো পরিকল্পনার অভিষেক করেন না, কিন্তু মানুষকে – প্রার্থনাশীল ব্যক্তিকে অভিষিক্ত করেন।[1]

► উপরের বিবৃতিটিতে ই. এম. বাউন্ডস (E. M. Bounds) কোনটি ভুলটি সংশোধন করার চেষ্টা করছিলেন?

প্রার্থনার কাজটি ঈশ্বরের উপর নির্ভরতার একটি বিবৃতি তৈরি করে। একজন ব্যক্তি যে প্রার্থনার সময় বের করতে খুব ব্যস্ত সে মনে করে যে তার কাজ তার প্রার্থনার উত্তর হিসেবে ঈশ্বরের কাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

যেহেতু আমরা পবিত্র আত্মার উপর নির্ভর করি, তাই আমাদের জন্য প্রার্থনা গুরুত্বপূর্ণ। পৌল লোকদেরকে সুসমাচারের বিস্তারের জন্য প্রার্থনা করতে বলেছিলেন (২ থিষলনীকীয় ৩:১, কলসীয় ৪:৩, ইফিষীয় ৬:১৯)।


[1]E. M. Bounds, Power through Prayer, https://ccel.org/ccel/bounds/power/power.I_1.html থেকে ১৩ই জানুয়ারী, ২০২৩ তারিখে উপলব্ধ।