প্রতিটি পয়েন্টের জন্য, একজন শাস্ত্রের অংশগুলি পড়বে, তারপর অন্য একজন পয়েন্টগুলির ব্যাখা পড়ে শোনাবে। ক্লাসের প্রত্যেককে আলোচ্য প্রতিটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে।
নিম্নলিখিত পয়েন্টগুলি সুসমাচারের অপরিহার্য বিষয়। সেগুলি না বুঝেও একজন ব্যক্তির পক্ষে পুরোপুরি রূপান্তরিত হওয়া সম্ভব। তবে, এই পয়েন্টগুলির যেকোনো একটিকে অস্বীকার করলে তা সুসমাচার ভিত্তিটি কেড়ে নেয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা এই অপরিহার্য বিষয়গুলি অস্বীকার করে, তাদের মধ্যে পরিত্রাণের কোনো অলীক উপায়কে বিশ্বাস করে অন্য সুসমাচার গড়ে তোলার প্রবণতা থাকে।
যখন আপনি কাউকে সুসমাচার শোনান, তখন কিছু নির্দিষ্ট পয়েন্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ এমনকিছু ভুল আছে যা সে বিশ্বাস করে। উদাহরণস্বরূপ, যদি সে বিশ্বাস করে যে পরিত্রাণ কেবল কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমেই সম্ভব, তাহলে সে বিশ্বাস করবে যে পরিত্রাণের জন্য কোনো প্রাতিষ্ঠানিক সদস্যপদ থাকা প্রয়োজনীয়। তার জানা দরকার যে একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে ক্ষমা পেতে পারে এবং ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্কযুক্ত হতে পারে।
(১) ঈশ্বর তাঁর নিজের প্রতিমূর্তিতে পুরুষ ও নারী সৃষ্টি করেছিলেন যাতে তিনি তাদের সাথে সম্পর্কে থাকতে পারেন (আদিপুস্তক ১:২৭, প্রেরিত ১৭:২৪-২৮)।
এই সত্যটি আসলে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য এবং পরিত্রাণের উদ্দেশ্যকে প্রকাশ করে। এই সত্যটি সেইসব ধর্মের বিরোধিতা করে যারা ঈশ্বরের ব্যক্তিসত্ত্বায় বিশ্বাস করে না। এই সত্যটি জগতের আসল সমস্যাকে তুলে ধরে; মানুষ ঈশ্বরের সাথে কোনো সম্পর্কেই নেই।
► একজন ব্যক্তি যদি বিশ্বাস না করত যে ঈশ্বর তাকে ভালোবাসেন তাহলে কী হত?
(২) প্রথম মানব পাপ করেছিল এবং ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়েছিল (আদিপুস্তক ৩:৩-৬)।
এটি পাপের উৎসটিকে এবং জগতের এই অবস্থা হওয়ার আসল কারণটিকে দেখায়। পাপের কারণেই এই জগত কষ্টভোগের একটি জায়গা। ঈশ্বরের ডিজাইনের কারণে এখানে এখনো আনন্দ এবং আশা-উদ্দেশ্য আছে, কিন্তু ঈশ্বর এই জগতকে যেমন পরিকল্পনায় গড়েছিলেন, সেটি আর তেমন নেই।
► একজন ব্যক্তি যদি বিশ্বাস না করত যে এই জগতের আসল সমস্যা হল পাপ তাহলে কী হত?
(৩) প্রত্যেক মানুষই ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে এবং তাঁর প্রতি অবাধ্য হয়ে জন্মগ্রহণ করেছে (রোমীয় ৩:১০, ২৩)।
প্রতিটি মানুষই ঈশ্বরের বিরুদ্ধে ইচ্ছাকৃত পাপে দোষী। এমন কোনো মানুষ নেই যে সবসময় কেবল ঠিক কাজ করে এসেছে।
► একজন ব্যক্তি যদি মনে করে যে সে নিজের সমস্ত কাজের ন্যায্যতা প্রমাণ করতে পারে তাহলে কী হবে?
(৪) প্রত্যেক পাপী যারা অনুগ্রহ পায়নি, তারা ঈশ্বরের দ্বারা বিচারিত হবে এবং অনন্ত শাস্তিতে পতিত হবে (ইব্রীয় ৯:২৭, রোমীয় ১৪:১২, প্রকাশিত বাক্য ২০:১২)।
এটি দেখায় যে অবিশ্বাসীদের জন্য পরিত্রাণের প্রয়োজনীয়তা কতটা গুরুতর এবং জরুরী।
► একজন ব্যক্তি যদি বিশ্বাস না করে যে একজন ধার্মিক ঈশ্বর আছেন যিনি তার পাপের জন্য ক্রুদ্ধ তাহলে কী হবে?
(৫) একজন মানুষ ঈশ্বরের বিরুদ্ধে যে পাপ করেছে, সেই পাপের মূল্য মেটানোর জন্য কিছুই করতে পারে না (রোমীয় ৩:২০, ইফিষীয় ২:৪-৯)।
ভালো কাজ এবং উপহার কোনোভাবেই পাপের মূল্য মেটাতে পারে না, কারণ পাপ একজন অনন্ত ঈশ্বরের বিরোধী এবং সবকিছুই তাঁর।
► একজন ব্যক্তি যদি বিশ্বাস করে যে তাকে নিজেকে অবশ্যই ক্ষমা পাওয়ার যোগ্য হয়ে উঠতে হবে তাহলে কী হবে?
(৬) ক্ষমার একটি ভিত্তি থাকা আবশ্যক, কারণ পাপ গুরুতর এবং ঈশ্বর ন্যায়পরায়ণ (রোমীয় ৩:২৫-২৬)।
ঈশ্বর ক্ষমা করতে চান; কিন্তু যদি তিনি কোনো ভিত্তি ছাড়াই ক্ষমা করতেন, তাহলে পাপ তুচ্ছ হত, এবং ঈশ্বর অন্যায্য হতেন।
► কেন খ্রিষ্টের মৃত্যু প্রয়োজনীয় ছিল?
(৭) ঈশ্বরের পুত্র, যিশু, একটি পাপহীন জীবন যাপন করেছিলেন এবং আত্মবলিদানের মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন যাতে আমরা পাপের ক্ষমা পাই (যোহন ৩:১৬, রোমীয় ৫:৮-৯)।
যেহেতু যিশু ঈশ্বরের পুত্র, তাঁর আত্মবলিদানের অনন্ত মূল্য রয়েছে এবং এটি এই পৃথিবীর যেকোনো মানুষের ক্ষমা পাওয়ার জন্য একটি ভিত্তি প্রদান করে। যদি তিনি কেবল একজন সাধারণ মানুষ হতেন, তাহলে তাঁর আত্মবলিদানের মূল্য সীমিত থাকত। যিশুর রক্ত আমাদের জন্য দেওয়া তাঁর জীবনকে প্রতিনিধিত্ব করে। তাঁর রক্ত ব্যতীত পরিত্রাণ সম্ভব ছিল না (ইব্রীয় ৯:২২)। যদি তিনি ঈশ্বর না হতেন, তিনি তাহলে আমাদের সম্পূর্ণভাবে রক্ষা করতে পারতেন না; এবং আমরা আশাহীনভাবে পরিত্রাণের অন্য কোনো উপায় হাতড়ে বেড়াতাম।
► কেন কিছু কিছু ধর্মে মনে করা হয় যে মানুষ তার কাজের মাধ্যমে উদ্ধার পাবে?
(৮) ঈশ্বরের পুত্র হিসেবে নিজের পরিচয় প্রমাণ করতে এবং তাঁর অনন্ত জীবন প্রদান করার ক্ষমতা প্রকাশ করতে, যিশু মৃত্যু থেকে শারীরিকভাবে জীবিত হয়ে উঠেছিলেন (যোহন ২০:২৪-২৮, প্রকাশিত বাক্য ১:১৮)।
যে ভ্রান্ত-ধর্মবিশ্বাসগুলি (cults) যিশুর পুনরুত্থানকে অস্বীকার করে তারা সাধারণত তাঁর ঈশ্বরত্ব এবং পরিত্রাণের জন্য তাঁর বলিদানের পর্যাপ্ততাকেও অস্বীকার করে। তারপর, তারা নিজেদের মত করে পরিত্রাণের আরেকটি উপায় উদ্ভাবন করে।
► কী কী কারণের জন্য যিশু মৃত্যু থেকে উঠেছিলেন বলে আমরা জানি?
(৯) যিশুর আত্মবলিদান সমস্ত পাপের ক্ষমার জন্য পর্যাপ্ত (১ যোহন ১:৯, ১ যোহন ২:২)।
যদি একজন ব্যক্তি এই সত্যকে অস্বীকার করে তবে সে কাজের সুসমাচারে (gospel of works) বিশ্বাস করবে। অনেক ধর্ম কীভাবে একজন ব্যক্তি আংশিকভাবে তার পরিত্রাণ অর্জন করতে পারে সেই সংক্রান্ত বার্তায় বিশ্বাস করে। এটি মানুষকে একটি ধর্মীয় সংগঠনের নিয়ন্ত্রণে রাখে যা তাদের জানায় যে পরিত্রাণ পাওয়ার জন্য কী কী করতে হবে।
► কেন কিছু লোক বিশ্বাস করে যে তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া পরিত্রাণ পাবে না?
(১০) যে সকল ব্যক্তি স্বীকার করে যে সে পাপী, তার পাপের জন্য অনুতাপ করে, এবং ঈশ্বরের ক্ষমার প্রতিজ্ঞায় বিশ্বাস করে, ঈশ্বর সেই প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করেন (মার্ক ১:১৫, ১ যোহন ১:৯)।
মানুষের তৈরি কোনো প্রতিষ্ঠানেরই পরিত্রাণের জন্য কোনো অতিরিক্ত প্রয়োজনীয়তা যোগ করার বা পরিত্রাণের অন্য কোনো উপায় প্রদান করার অধিকার নেই।
► কোন ধরনের ব্যক্তির এটি বিশ্বাস করার অধিকার রয়েছে যে তাকে ক্ষমা করা হয়েছে?
(১১) অনুতাপ করার মানে হল যে একজন ব্যক্তি তার পাপের জন্য দুঃখিত এবং সে তার পাপ থেকে বেরিয়ে আসতে ইচ্ছুক (যিশাইয় ৫৫:৭, যিহিষ্কেল ১৮:৩০, যিহিষ্কেল ৩৩:৯-১৬, মথি ৩:৮)।
অনুতাপ করার মানে এই নয় যে একজন ব্যক্তি নিজেকে আবশ্যিকভাবে এতটাই নিখুঁত করে তুলবে যাতে ঈশ্বর তাকে গ্রহণ করেন; কেবল ঈশ্বরই একজন পাপীকে তার পাপ থেকে উদ্ধার করতে পারেন। অনুতাপ করার মানে হল যে একজন ব্যক্তি তার পাপের জন্য এতটাই অনুশোচনাপূর্ণ যে সে তার পাপ থেকে বেরিয়ে আসতে প্রস্তুত। যদি একজন ব্যক্তি তার পাপাচরণ বন্ধ করতে ইচ্ছুক না হয়, তাহলে সে কখনোই ক্ষমা পাবে না। যদি একজন ব্যক্তি ক্রমাগত ইচ্ছাকৃত পাপে জীবন যাপন করতে থাকে, তাহলে সে অনুতাপ করেনি।
► কেন অনুতাপের প্রয়োজন?
(১২) একজন অনুতপ্ত, বিশ্বাসী পাপী ক্ষমা পায় যখন সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং তাকে ক্ষমা করার জন্য ঈশ্বরকে অনুরোধ করে (রোমীয় ১০:১৩, প্রেরিত ২:২১)।
যিশুর কারণে প্রত্যেক মানুষের কাছেই ঈশ্বরের করুণায় প্রবেশাধিকার রয়েছে। ঈশ্বরের ক্ষমা পাওয়ার জন্য একজন ব্যক্তির কোনো প্রতিষ্ঠান বা প্রতিনিধির প্রয়োজন নেই। একজন ব্যক্তি ব্যক্তিগতভাবেই এটি গ্রহণ করে পারে এবং ঈশ্বরের সাথে একটি সরাসরি সম্পর্ক গড়ে তুলতে পারে।
► কীভাবে আমরা জানব যে একজন ব্যক্তি এক মুহুর্তেই রূপান্তরিত হতে পারে?
৪ নং পাঠের অ্যাসাইনমেন্ট
(১) কয়েকটি প্যারাগ্রাফে বর্ণনা করুন যে আপনার রূপান্তরের সময় কীভাবে এই পয়েন্টগুলির কোনো একটি বা দুটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল।
(২) গবেষণার জন্য একটি ভ্রান্ত-ধর্মবিশ্বাস (cult) বা অখ্রিষ্টীয় কোনো ধর্মকে বেছে নিন। ২-৩ পাতার মধ্যে বর্ণনা করুন যে কীভাবে তারা সুসমাচারের এই নির্দিষ্ট অপরিহার্য বিষয়গুলিকে অস্বীকার করে। তারা যে মিথ্যা সুসমাচার প্রচার করে থাকে তা বর্ণনা করুন এবং দেখান যে কীভাবে এটি মিথ্যা ধর্মতত্বের উপর নির্ভর করে গড়ে উঠেছে। ব্যাখ্যা করুন যে কীভাবে আপনি তাদেরকে সত্যের বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ প্রদান করবেন।
SGC exists to equip rising Christian leaders around the world by providing free, high-quality theological resources. We gladly grant permission for you to print and distribute our courses under these simple guidelines:
No Changes – Course content must not be altered in any way.
No Profit Sales – Printed copies may not be sold for profit.
Free Use for Ministry – Churches, schools, and other training ministries may freely print and distribute copies—even if they charge tuition.
No Unauthorized Translations – Please contact us before translating any course into another language.
All materials remain the copyrighted property of Shepherds Global Classroom. We simply ask that you honor the integrity of the content and mission.