কোন আইন নিয়ে আমরা কথা বলছি?
পুরাতন নিয়মের বহু আদেশকে দেখে মনে হয় যে সেগুলি আজকের মানুষদের জন্য প্রযোজ্য হতে পারে না। কিছু উদাহরণ দেওয়া হল:
- 
	
কোনও ডাকিনীকে বেঁচে থাকতে দিয়ো না (যাত্রাপুস্তক ২২:১৮)।
 - 
	
প্রতি সপ্তম বছরের শেষে তোমরা ঋণ মকুব করবে (দ্বিতীয় বিবরণ ১৫:১-২)।
 - 
	
যিরূশালেমে সাতদিনের জন্য নিস্তারপর্ব পালন করবে (দ্বিতীয় বিবরণ ১৬:১-৬)।
 
কিছু কিছু পণ্ডিত পুরাতন নিয়মের আইন বা বিধানগুলিকে তিনটি বিভাগে ভাগ করেছেন: আনুষ্ঠানিক আইন, নাগরিক আইন, এবং নৈতিক আইন।
আনুষ্ঠানিক আইনগুলি (Ceremonial laws) বলিদান, উপাসনার স্থানের নকশা, এবং উপাসনা অনুশীলনের সাথে সম্পর্কিত ছিল। আজকের খ্রিষ্টবিশ্বাসীরা আনুষ্ঠানিক আইনগুলি অনুসরণ করে না, কারণ খ্রিষ্টের কাজ দ্বারা সেই পদ্ধতিগুলিকে অচল করা হয়েছিল (কলসীয় ২:১৭, ইব্রীয় ১০:১)।
নাগরিক আইনগুলি (Civil laws) একটি জাতি হিসেবে ইস্রায়েলের জন্য প্রযোজ্য ছিল। সেগুলি ব্যবসার জন্য ব্যবস্থাপনা প্রদান করেছিল, মানবাধিকার রক্ষা করেছিল, আইন প্রয়োগের জন্য নীতি দিয়েছিল, এবং ইস্রায়েলের ধর্মীয় পরিচয় রক্ষা করেছিল। আজ খ্রিষ্টবিশ্বাসীদের পক্ষে নাগরিক আইনগুলি অনুসরণ করা সম্ভব নয়, কারণ সেইগুলি তাদের জাতির জন্য প্রযোজ্য আইন নয়। উদাহরণস্বরূপ, পুরাতন নিয়মে যখন কাউকে মূর্তিপুজোর জন্য হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হত, তখন তা কারোর ব্যক্তিগত সিদ্ধান্তে হত না। একজন বিচারক ঘটনাটি শুনতেন, তারপর সেই বিচার লোকেদের দ্বারা সমর্থিত হতে হত (দ্বিতীয় বিবরণ ১৭:৬-১২)।
► কেন একজন খ্রিষ্টবিশ্বাসীর পক্ষে প্রাচীন ইস্রায়েলের নাগরিক আইনগুলি প্রকৃতভাবে মেনে চলা সম্ভব নয়?
নৈতিক আইনগুলি (Moral laws) সব সময়ের জন্যই নির্দিষ্ট কাজকে ঠিক অথবা ভুল হিসেবে চিহ্নিত করত। উদাহরণস্বরূপ, দশ আজ্ঞা মূলত মূর্তিপুজো, পরনিন্দা, ব্যাভিচার, এবং চুরি করতে বারণ করেছে (যাত্রাপুস্তক ২০:৪-৫, ৭, ১৪, ১৫)।
খ্রিষ্টবিশ্বাসীরা আনুষ্ঠানিক আইন এবং নাগরিক আইন দ্বারা নির্দেশিত মূল, নির্দিষ্ট কাজগুলি করে না। তবে, এই আইনগুলি এখনো গুরুত্বপূর্ণ, কারণ সেগুলি ঈশ্বরের প্রকৃতি প্রকাশ করে যা পরিবর্তন হয় না। যদিও আমরা মূর্তিপূজক এবং ব্যভিচারীদের হত্যা করি না, তবে সেই আইনগুলি আমাদের দেখায় যে সেই পাপগুলি ঈশ্বরের কাছে ঘৃণ্য৷ যদিও আমরা দরিদ্রদের জন্য শস্য জমিতে ছড়িয়ে রাখি না, তবে আমরা জানি যে আমাদের ব্যবহারিক উপায়ে দরিদ্রদের যত্ন নেওয়া উচিত। যদিও আমরা পশুদের হত্যা করার আগে উপাসনাস্থলে নিয়ে যাই না, তবে আমরা জানি যে সবকিছুই ঈশ্বরের, এবং আমাদের যা আছে তা থেকে আমাদের উত্সর্গ করা উচিত। তাই আমরা মূল কাজগুলি না করলেও, আমাদের এমন আচরণ বা কাজের সন্ধান করা উচিত যা এই নীতিগুলিকে পূরণ করে।
নাগরিক এবং আনুষ্ঠানিক আইনগুলি গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হল, যে এগুলি নির্দিষ্ট উপায়ে প্রয়োগ করার জন্য নৈতিকতার নীতি প্রদান করে। সেই নীতিগুলিকে প্রত্যাখ্যান করা একপ্রকার নৈতিক নীতিগুলিকে প্রত্যাখান করারই সমান হবে। উদাহরণস্বরূপ, আমাদের বাড়ির ছাদে লোক থাকার মতো করে নকশা করা না হয়ে থাকলে, আমরা আমাদের বাড়ির ছাদে রেলিং বা পাঁচিল দিই না (দ্বিতীয় বিবরণ ২২:৮)। কিন্তু এই প্রাচীন আইনটি আমাদের জানায় যে লোকেদের জন্য আমাদেরকে আমাদের বাড়ি এবং জমি নিরাপদ রাখা উচিত।
► দ্বিতীয় বিবরণ ২২:৮ পদে দেওয়া নীতিটি পূরণ করার জন্য আমাদের পালন করা উচিত, এ বিষয়ে একটি আধুনিক অনুশীলনের উদাহরণ দিন কী হবে?
সুতরাং ঈশ্বরের আইন কী যা নিয়ে পৌল রোমীয় পুস্তকে কথা বলেছেন? এটি হল মানবজাতির জন্য ঈশ্বরের ইচ্ছা, যা তাঁর আজ্ঞায় প্রকাশিত হয়েছে (পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম)। কিছু আদেশ মূল উপায়ে পূর্ণ করা না গেলেও, মানুষের জন্য ঈশ্বরের ইচ্ছা মূলত একই। ঈশ্বরের আইন বা বিধানের লঙ্ঘনই হল পাপ (১ যোহন ৩:৪)।