১ নং পাঠে আমরা দেখেছিলাম যে ঈশ্বর একজন সংযোগকারী এবং ঈশ্বর তাঁর উদ্দেশ্য সাধনের জন্য মানব সংযোগকে ব্যবহার করেন। ৩ নং পাঠে আমরা দেখেছিলাম যে যারা বিশ্বাস করে তাদের বাঁচানোর জন্য আমরা যা প্রচার করি তার মূর্খতাকে ঈশ্বর বেছে নিয়েছেন (১ করিন্থীয় ১:২১)। প্রেরিত পুস্তকে, আমরা দেখি যে ঈশ্বর সুসমাচারকে জগতের কাছে পৌঁছে দেওয়ার জন্য পিতর, স্তিফান, এবং পৌলের মত লোকেদের প্রচারের মাধ্যমে কাজ করেছিলেন।
প্রচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা প্রচারের জন্য আহুত তারা যতটা সম্ভব কার্যকারিতাসহ প্রচার করার জন্য দায়বদ্ধ। যেহেতু প্রচারের শক্তি চূড়ান্তভাবে পবিত্র আত্মার অভিষেকের মাধ্যমে আসে, তাই আমাদেরকে আবশ্যিকভাবে আমাদের ক্ষমতার সর্বশ্রেষ্ঠ পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। একজন প্রচারকের লক্ষ্য হওয়া উচিত “এমন কার্যকারী হও [হওয়া], যার লজ্জিত হওয়ার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করতে জানে” (২ তিমথি ২:১৫)।
প্রচার করা হল একটি দক্ষতা যার বিকাশ ঘটানো যেতে পারে। অন্যান্য দক্ষতার মতো, প্রচারের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট জিনিস এবং পদ্ধতি দরকার। পরবর্তী পৃষ্ঠাগুলিতে আমরা বিভিন্ন সারমন প্রস্তুত করার, উপস্থাপন করার, এবং সংরক্ষণ করে রাখার পদ্ধতিগুলি অধ্যয়ন করব। আমাদের অধ্যবসায় পবিত্র আত্মার শক্তিকে প্রতিস্থাপন করে না। তবে, এটি আমাদেরকে তাঁর দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত করে।
সারমনের জন্য প্রথম প্রস্তুতি
নোট নেওয়া
যখন আপনি জানেন যে আপনি কোনো একটি নির্দিষ্ট পদ বা বিষয়ের উপর প্রচার করবেন, তখন আপনার মনে আসা যেকোনো ধারণা লিখতে শুরু করুন, যেমন প্রশ্ন, সম্পর্কিত শাস্ত্র, পর্যবেক্ষণ, উদ্ধৃতি, প্রয়োগ, উদাহরণ, গল্প বা অন্য কিছু যা আপনার মনে আসে। এই ধারণাগুলিকে সংগঠিত করার কোনো চেষ্টা ছাড়াই, আপনি যেমনভাবে ভেবেছেন সেভাবেই সেগুলিকে লিখুন। আপনি আপনার ধারণাগুলি পরে সংগঠিত করবেন, তবে আপাতত ধারণাগুলি যত তাড়াতাড়ি সম্ভব এবং সম্পূর্ণরূপে লিখুন।
থিমটি লিখুন
থিম বা বিষয়বস্তু হল একটি এক-বাক্যের সংক্ষিপ্তসার যা আপনি সারমনটিতে বলতে চান৷ থিমটি আপনাকে সারমনটি দিয়ে আপনি কী করতে চান তার উপর দৃষ্টিপাত করতে সাহায্য করে। আপনার যদি একটি নির্দিষ্ট লক্ষ্য না থাকে তবে আপনি খুব বেশি অর্জন করতে পারবেন না।
বিভিন্ন ধরণের সম্ভাব্য থিমগুলি লিখে রাখুন। যতক্ষণ না আপনার সারমনের জন্য উপযুক্তটি পাচ্ছেন ততক্ষণ লিখতে থাকুন।
► দক্ষতাটির অনুশীলন করতে থাকুন। উল্লিখিত শাস্ত্রাংশগুলি পড়ুন: গালাতীয় ৫:১৬-২৬, ফিলিপীয় ২:১-১১, এবং প্রকাশিত বাক্য ৩:১৪-২২। প্রতিটি শাস্ত্রাংশের জন্য, একটি একবাক্যের থিম লিখুন যেটি বিষয়টির ওপর তৈরি করা একটি সারমনের জন্য উপযুক্ত।
একবার আপনি থিমের উপর সিদ্ধান্ত নিলে, সারমনের অন্য সবকিছু অবশ্যই সেই থিমের সাথে সংযুক্ত থাকতে হবে। প্রতিটি পয়েন্ট এবং সাব-পয়েন্ট, প্রতিটি চিত্র, এবং প্রয়োগের প্রতিটি পয়েন্ট অবশ্যই থিমের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত হতেহবে। আপনি যখন সারমন প্রস্তুত করছেন, আপনাকে থিমটি সংশোধন করতে হতে পারে যাতে এটি আপনার উপাদানের জোরকে আরও ভালোভাবে প্রকাশ করে।
থিমটি গোটা সারমনে বহুবার পুনরাবৃত্ত হতে পারে। প্রতিটি প্রধান পয়েন্টের শেষে এবং কখনো কখনো পয়েন্টগুলির মাঝখানে, আপনি থিমটি উল্লেখ করতে পারেন। যদি আপনি সারমনটি যথার্থভাবে তৈরি করে থাকেন, তাহলে থিমটি সারমনের প্রতিটি বিভাগকে সংযুক্ত করবে।
থিমটি ব্যবহার করুন
আউটলাইন বা রূপরেখা পয়েন্টগুলি লেখা দিয়ে শুরু করুন। আউটলাইন পয়েন্টগুলির থিমটিকে ব্যাখ্যা করতে সাহায্য করা উচিত। প্রতিটি ভালো আউটলাইনের দুই থেকে পাঁচটি পয়েন্ট থাকবে, সুতরাং সেই সমস্ত পয়েন্টগুলি লিখতে শুরু করুন যা আপনার আউটলাইনের পয়েন্ট হয়ে উঠতে পারে।
আপাতত আপনি হয়ত বেশ কয়েক পাতা তথ্য লিখে ফেলেছেন। এই তথ্য চূড়ান্ত সারমনটিতে যেতেও পারে বা নাও যেতে পারে, তবে নোটগুলি আপনার সারমনটি প্রস্তুত করার সময় আপনার সৃজনশীলতাকে উদ্দীপিত করবে।
সারমনের জন্য একটি সহজ আউটলাইন লিখুন
আউটলাইনটিকে অবশ্যই থিম নির্ভর হতে হবে।
আউটলাইনের প্রতিটি পয়েন্ট এবং সাব-পয়েন্টকে অবশ্যই আপনার সারমনের জন্য বেছে নেওয়া থিমের ওপর ভিত্তি করে হতে হবে। এটি এটি মন্ডলীর মনকে আপনি যে প্রাথমিক বার্তাটি জানাতে চান তার ওপর মনঃসংযোগ করতে সাহায্য করে।
গীত ১৪৬ পড়ুন এবং তারপর “ঈশ্বরের প্রশংসা হোক” শিরোনামের একটি সারমনের জন্য এই আউটলাইনটি অধ্যয়ন করুন। এই ব্যাখ্যামূলক সারমনটির থিম হল ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করা।
লক্ষ্য করুন যে চারটি মূল পয়েন্ট ঈশ্বরের প্রশংসা হোক থিমটির সাথে সংযুক্ত। যদি আপনি ঈশ্বরের প্রশংসা করার বিষয়ে প্রচার করছেন, সেক্ষেত্রে বাপ্তিষ্মের গুরুত্ব সংক্রান্ত কোনো পয়েন্টের উল্লেখ করা অসঙ্গত হবে। আউটলাইনের প্রতিটি পয়েন্ট সারমনের থিমের ওপর ভিত্তি করেই হতে হবে।
একটি ব্যাখ্যামূলক সারমনের আউটলাইনের উদাহরণ
শিরোনাম: ঈশ্বরের প্রশংসা করো
পাঠ্য: গীত ১৪৬
ক। আমরা ঈশ্বরের পরিচয়ের জন্য তাঁর প্রশংসা করি (১৪৬:১-৫)।
১। তিনি [হলেন] যিহোবা (১৪৬:২ক)।
২। তিনি [হলেন] এলোহিম (১৪৬:২খ)।
৩। তিনি [হলেন] যাকোবের ঈশ্বর (১৪৬:৫)।
খ। ঈশ্বর যা করেছেন তার জন্য আমরা তাঁর প্রশংসা করি (১৪৬:৬ক)।
১। ঈশ্বর স্বর্গ নির্মাণ করেছেন।
২। ঈশ্বর পৃথিবী নির্মাণ করেছেন।
৩। ঈশ্বর সমুদ্র নির্মাণ করেছেন।
৪। ঈশ্বর সবকিছু নির্মাণ করেছেন।
গ। ঈশ্বর যা করে চলেছেন তার জন্য আমরা তাঁর প্রশংসা করি (১৪৬:৬খ-৯)।
১। তিনি সত্যের প্রতি বিশ্বস্ত থাকেন (১৪৬:৬খ)।
২। তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন (১৪৬:৭ক)।
৩। তিনি ক্ষুধার্তদের খাবার জোগান দেন (১৪৬:৭খ)।
৪। তিনি বন্দিদের মুক্ত করেন (১৪৬:৭গ)।
৫। তিনি শারীরিক সুস্থতা দেন (১৪৬:৮ক)।
৬। তিনি আশাহীনদের অনুপ্রাণিত করেন (১৪৬:৮খ)।
৭। তিনি ধার্মিকদের ভালোবাসেন (১৪৬:৮গ)।
৮। তিনি দুঃস্থদের সাহায্য করেন (১৪৬:৯ক)।
৯। তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন (১৪৬:৯)।
ঘ। ঈশ্বর যা করবেন তার জন্য আমরা তাঁর প্রশংসা করি (১৪৬:১০)।
১। ঈশ্বর কী করবেন? “সদাপ্রভু চিরকাল রাজত্ব করেন…”
২। আমাদের প্রতিক্রিয়া কী হওয়া উচিত? “ঈশ্বরের প্রশংসা করো।”
আউটলাইনটির অবশ্যই সমান্তরাল ভাবনা থাকতে হবে।
প্রচারকদের একটি সাধারণত ভুল হল এমন আউটলাইন বা রূপরেখা তৈরি করা যেগুলি সমান্তরাল নয়। এটি শ্রোতাদের ক্ষেত্রে সারমনটির ভাবনাটি অনুসরণ করা অনেক বেশি কঠিন করে তোলে। ইব্রীয় ৮ অধ্যায়ের ভিত্তিতে তৈরি করা “যিশু খ্রিষ্ট: একজন সহানুভূতিশীল মহাযাজক” শিরোনামের এই সারমন আউটলাইনটি দেখুন।
৩। যিশু সরাসরি স্বর্গে ঈশ্বরের উপস্থিতিতে গিয়েছিলেন, যা এক অনন্ত বাসগৃহ।
গ। যিশু – যথার্থ মধ্যস্থতাকারী
১। যিশু হলেন ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী।
২। মানুষের বিষয়ে যিশুর যথার্থ সহানুভূতি রয়েছে এবং তিনি মানুষকে বিশ্বস্তভাবে ঈশ্বরের সামনে উপস্থাপন করতে পারেন।
এখানে এই আউটলাইনটির দুটি সমস্যা আছে:
১। দ্বিতীয় ও তৃতীয় প্রধান পয়েন্টগুলি একে অপরের সাথে সমান্তরাল, কিন্তু এগুলি প্রথম পয়েন্টটির সাথে সমান্তরাল নয়।
২। দ্বিতীয় সাধারণত পয়েন্টটিতে, তিনটি সাব-পয়েন্ট আছে। প্রথম দুটি সমান্তরাল; সেখানে যিশু শব্দটির পরে একটি কোলন (:) চিহ্ন রয়েছে এবং তারপর যিশুর একটি বর্ণনা দেওয়া হয়েছে। তবে, তৃতীয় পয়েন্টটি একটি সম্পূর্ণ বাক্য।
এই সারমনটিকে আগের সারমন “ঈশ্বরের প্রশংসা করো”-র সাথে তুলনা করুন। আপনি দেখবেন যে আগের সারমনটি বোঝার ক্ষেত্রে সহজতর।
১। প্রতিটি প্রধান পয়েন্ট “আমরা ঈশ্বরের প্রশংসা করি কারণ...” বাক্যাংশটি দিয়ে শুরু হয়েছে
২। সাব-পয়েন্টগুলি একে অপরের সাথে সমান্তরাল:
প্রথম সেটি “তিনি হলেন” দিয়ে শুরু হয়েছে।
দ্বিতীয় সেটে রয়েছে “ঈশ্বর করেছেন।”
তৃতীয় সেটে বর্তমানে কালের একটি কর্ম ক্রিয়াসহ “তিনি” শব্দটি রয়েছে, যেমন “তিনি সংরক্ষণ করেন” এবং “তিনি ন্যায়বিচার করেন।”
আপনার সারমনের থিমের ওপর নির্ভর করে একটি সুস্পষ্ট আউটলাইন লেখার অনেক সুবিধা রয়েছে।
১। আউটলাইন আপনার সারমনটিকে একটি কাঠামো প্রদান করে। একটি আউটলাইন হল একটি সাংগঠনিক পরিকল্পনা।
২। আউটলাইন মূল থিমের ওপর আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। একটি ভালো আউটলাইন পরিচালনা ছাড়া, বিষয়বস্তু থেকে বিভ্রান্ত হওয়া খুব সহজ। তবে, একটি দৃঢ় আউটলাইন যেটিকে একটি থিমের ওপর তৈরি করা হয়েছে, তা সারমনটিকে নিবদ্ধ রাখবে।
৩। আউটলাইন শ্রোতাদের সারমনটি বুঝতে এবং মনে রাখতে সাহায্য করে। যদিও তারা হয়ত আউটলাইনটি দেখতে পাবে না, তবে তারা সংগঠনটি বুঝতে পারবে। একটি ভালো আউটলাইন শ্রোতাদের দীর্ঘ সময় মনে রাখতে সাহায্য করে কারণ আউটলাইন থিমটিকে শক্তিশালী করে। যদি আমরা সারমনের বার্তাটি বোঝার জন্য সহজ করি, তাহলে আমাদের প্রচারের পরের দিনই ঈশ্বর শ্রোতাদের কাছে সত্যটি বলতে পারেন।
একটি ভালো আউটলাইনের জন্য অতিরিক্ত কাজ করতে হয়, তবে শেষে এটি সুফলদায়ক। এটি একজন কর্মীর কঠিন পরিশ্রমের অংশ যার লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সৌভাগ্যবশত, যত বেশি আপনি এটির ওপর কাজ করবেন, এটি তত সহজ হয়ে উঠবে।
► কীভাবে একটি প্যাটার্ন আমাদের তথ্য মনে রাখতে সাহায্য করে তা বোঝার জন্য, নিচের প্রতিটি তালিকা মনে রাখার চেষ্টা করুন। কোনগুলি সহজতর? কেন?
নাম: ইষ্রা, কয়িন, বিলিয়ম, গাব্রিয়েল, দাউদ, ফীলিক্স, আদম
বাংলা বর্ণমালার ক্রমানুযায়ী: আদম, ইষ্রা, কয়িন, গাব্রিয়েল, দাউদ, ফীলিক্স, বিলিয়ম
সারমন লেখা
সারমনটির জন্য একটি বর্ধিত আউটলাইন লিখুন
একটি বর্ধিত আউটলাইন হল সেই আউটলাইন যা দিয়ে আপনি শুরু করেছিলেন। বর্ধিত আউটলাইন সম্পূর্ণ বাক্য ব্যবহার করে কিন্তু একটি প্যারাগ্রাফ ফর্ম্যাটের পরিবর্তে একটি আউটলাইন ফর্ম্যাটে চিন্তা-ভাবনাগুলিকে সংগঠিত করে। একটি বর্ধিত আউটলাইন পুলপিটে ব্যবহার করা সহজ। যখন আপনার কাছে পয়েন্ট, সাব-পয়েন্ট এবং অন্যান্য বিশদগুলি তারা সমর্থন করা পয়েন্টের অধীনে সংগঠিত থাকে, তখন যে পয়েন্ট এবং সাব-পয়েন্টগুলি তৈরি করা দরকার তা দেখা সহজ।
ভূমিকা লিখুন।
আপনাকে আপনার ভূমিকা সম্পূর্ণভাবে লিখতে হবে। ভূমিকা হল প্রথম জিনিস যা দর্শকরা শুনবে। যদি আপনি প্রথম কিছু মুহূর্তে দর্শকের মনোযোগ আকর্ষণ করতে না পারেন, তাহলে আপনার কাছে পরে তাদের মনোযোগ আকর্ষণ করার সুযোগ নাও থাকতে পারে। এমনকি যদি আপনি আপনার সম্পূর্ণ সারমনটি নাও লেখেন, তবুও ভূমিকাটি লিখে রাখা ভালো কারণ এটি সারমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
আপনার সারমনের ভূমিকায় মূলত নিম্নলিখিত সাধারণ বিষয়গুলি থাকবে:
(১) শাস্ত্রাংশ
(২) শুরুর বক্তব্য (কিছুক্ষেত্রে এটি পাঠ্যের আগে আসে)
(৩) থিম
আপনি সারমনে যে থিম ব্যবহার করার পরিকল্পনা করেছেন তা আপনার লেখা উচিত। কখনো আপনি দর্শককে ভূমিকার সময় থিমটি বলতে পারেন; আবার কখনো আপনি এটি পরে বলতে পারেন। তবে, আপনি কোন বিষয়ে কথা বলতে চান তা নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনার আউটলাইনে থিমটি থাকা উচিত।
(৪) প্রেক্ষাপটের তথ্য
এখানে আপনার প্রেক্ষাপটের বিশদ দেওয়া উচিত যাতে শ্রোতারা সারমনটি বুঝতে পারে। এটিতে শাস্ত্রের বিশদের প্রেক্ষাপট থাকতে পারে। এটিতে ব্যক্তিগত বিষয় থাকতে পারে, যেমন আপনি কীভাবে এই নির্দিষ্ট পাঠ্যটিই বেছে নিয়েছিলেন। এটি আপনি যে মিটিংয়ে কথা বলছেন সেটি সম্পর্কে একটি বিবৃতি হতে পারে, বিশেষ করে যদি আপনাকে একটি বিষয় বা পাঠ্য বরাদ্দ করা হয়।
আপনার আসল আউটলাইনটি আরো বিশদসহ বর্ধিত করুন।
এই পর্যায়ে, আপনি আপনার আসল আউটলাইনে আরো কিছু বিশদ যোগ করুন। একটি বর্ধিত আউটলাইন ফর্ম্যাটে, সম্পূর্ণ বাক্য ব্যবহার করুন যা আপনার সারমনের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টকে দেখায়। নিম্নলিখিতটি পয়েন্ট এবং সাব-পয়েন্টগুলিকে আউটলাইন করার একটি যথাযথ অক্ষর এবং নম্বরযুক্ত পদ্ধতি।
একটি ভালো সারমন এবং একটি খারাপ সারমনের মধ্যে পার্থক্য হল যে কীভাবে তাদের বর্ণনা করা হয়েছে। চার্লস স্পারজন (Charles Spurgeon) বলেছেন, “সারমন হল বাড়ি। দৃষ্টান্তগুলি হল জানলা যেখান দিয়ে আলো প্রবেশ করে।” দৃষ্টান্তগুলি আলোকে প্রবেশ করতে দেয় এবং ঘরটিকে আরো বেশি স্বাচ্ছন্দ্যময় করে তোলে। জানলাবিহীন একটি বাড়ি আসলে একটি বিষণ্ণ স্থান।
একটি সারমনে গল্প থাকার প্রচুর সুবিধা রয়েছে।
১।গল্প আগ্রহ তৈরি করে। যখন আপনি কোনো গল্প বলছেন, লোকেরা তখন সেটি সাধারণত মনোযোগ দিয়ে শুনবে।
২।গল্প বোঝার ক্ষমতা বৃদ্ধি করে। একটি ভালো গল্পের ফলস্বরূপ লোকেরা আপনার সারমন সাধারণত বেশি ভালো করে বুঝতে পারবে।
৩।গল্প প্রয়োগ-ক্ষমতায় সাহায্য করে। একটি ভালো গল্প আপনার শ্রোতাদেরকে কীভাবে তাদের নিজেদের জীবনে সারমনের পাঠগুলি প্রয়োগ করতে তা বুঝতে সাহায্য করে।
৪।গল্প স্মরণশক্তি বৃদ্ধি করে। একজন শ্রোতা সারমনের রূপরেখা ভুলে গেলেও অনেকদিন পর্যন্ত একটি গল্প মনে রাখবে। একটি ভালোভাবে বাছাই করা গল্প সারমনের বার্তাকে স্পষ্টভাবে তুলে ধরে যাতে একজন শ্রোতা যখন গল্পটি মনে রাখে, তখন এটি তাদের সারমনের বিষয়বস্তু মনে করিয়ে দেয়।
৫।গল্পহল একটি সহজাত শিক্ষাদানের কৌশল। লোকেরা গল্প শুনতে অভ্যস্ত এবং সেগুলির প্রতি তাদের ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে। শ্রেষ্ঠ প্রচারক ও শিক্ষক তারাই যারা ভালো গল্প বলতে পারেন। ভালো গল্প শুনতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন।
যিশু গল্প এবং দৃষ্টান্তের সুনিপুণ ব্যবহারকারী ছিলেন। তিনি ইতিহাসের গল্প, দৈনন্দিন জীবনের গল্প, এবং ঐতিহ্যগত গল্পগুলি বলতেন যা তাঁর সময়ে সুপরিচিত ছিল। তিনি তাঁর শ্রোতাদের তাঁর বার্তা বুঝতে সাহায্য করার জন্য জীবনের সর্বস্তরের শব্দ-ছবিও ব্যবহার করেছিলেন।
কেন যিশু এত গল্প বলতেন? কারণ তিনি হলেন আমাদের প্রকৃতির সৃষ্টিকর্তা এবং তিনি তা বুঝতেন। তিনি জানেন যে আমরা গল্পের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারি।
► কীভাবে গল্প আমাদের শিক্ষণীয় বিষয় মনে রাখতে সাহায্য করে তা বোঝার জন্য, যিশুর বলা প্রতিটি গল্প নিয়ে চিন্তা করুন। বাইবেলে গল্পগুলি না দেখে আপনি কি সেই শিক্ষাটি মনে করতে পারেন যে শিক্ষাটি যিশু গল্প ব্যবহারের মাধ্যমে দিয়েছিলেন?
উত্তম শমরীয় ব্যক্তি
অপচয়ী পুত্র
ধনী ব্যক্তি এবং লাসার
কর আদায়কারী এবং ফরিশীর প্রার্থনা
ভালো দৃষ্টান্ত এবং গল্প সংগ্রহ করে আপনার সারমনে সেগুলি স্থাপন করার জন্য আপনার কঠোর পরিশ্রম করা উচিত। গল্পগুলো সম্পূর্ণভাবে লেখা ভালো, যাতে আপনি সঠিকভাবে জানেন যে কীভাবে আপনি পুলপীঠে গল্পটি বলবেন।
আপনি যদি সাধারণত সারমনের পুনরাবৃত্তি না করে থাকেন, তবে আপনি কিছু কিছু গল্প বারবার বলতে পারেন। আপনি যদি একটি ভালো গল্প তৈরি করেন যা একটি নির্দিষ্ট পয়েন্টকে ব্যাখ্যা করে, তবে ভিন্ন সারমনে, বিশেষ করে ভিন্ন শ্রোতাদের কাছে একই পয়েন্টকে ব্যাখ্যা করার জন্য গল্পটি ব্যবহার না করার কোনো কারণ নেই। যদি আপনি একটি ভালো গল্প পুনরাবৃত্তি করেন, কেউ উঠে বেরিয়ে যাবে না। প্রকৃতপক্ষে, কিছু শিশু নির্দিষ্ট প্রচারকদের প্রচার শুনতে পছন্দ করে কারণ তাঁরা বারবার একই বিস্ময়কর গল্প বলে থাকেন। আমরা বারবার গাওয়া গান শুনতে ইচ্ছুক। বহু মানুষ বারবার বলা গল্প শুনতে ইচ্ছুক।
একজন প্রচারকের কেবল তাঁর গল্প দিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করার বিপদ সবসময়ই থাকে। সারমনে গল্প ব্যবহার করার জন্য বিনোদন কোনো উপযুক্ত কারণ নয়। তবে, গল্পগুলি আপনার মণ্ডলীর মনোযোগ ধরে রাখতে এবং আপনার সারমনের বিষয়গুলি সুস্পষ্ট করার জন্য খুবই সহায়ক।
► ক্লাসের সকলের কিছু পরিচিত সারমন পাঠ্যের জন্য ভালো উদাহরণ খোঁজার অনুশীলন করা উচিত। শিক্ষার্থীদের একটি গল্প খুঁজে নিতে বলুন যা শাস্ত্রের পাঠ্যের মূল বিষয়টিকে ব্যাখ্যা করে:
দ্বিতীয় বিবরণ ৬:৭-৯। আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া এবং নিয়মানুবর্তী করার গুরুত্ব
মথি ৬:১-১৮। দান করা, প্রার্থনা করা, বা উপবাস করার প্রেরণা
রোমীয় ৫:৬-৮। পাপীদের জন্য ঈশ্বরের প্রেম
যাকোব ৩:৫-৬। জিভের শক্তি
সারমন যত দীর্ঘ হয়, ভালো ভালো গল্প যুক্ত করার জন্য এটি তত সহায়ক হয়ে ওঠে। যখন আপনি একটি গল্প বলা শুরু করেন, যারা প্রায় ঘুমিয়ে পড়েছে তারা সজাগ হয়ে উঠবে; যারা অন্যকিছু নিয়ে ভাবতে শুরু করেছে তারা তাদের মনোযোগ আপনি যা বলছেন সেটির ওপর পুনরায় স্থির করবে, এবং যারা শুনছে তারা বদলের জন্য খুশি হবে।
গল্প প্রস্তুত করার এবং তা বলার কিছু পরামর্শ এখানে দেওয়া হল:
১। আপনার গল্পগুলি অনুশীলন করুন। আপনি যদি একজন ভালো গল্পকার না হন তাহলে এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ।
২। গল্পটি যতটা সম্ভব বাস্তবসম্মত করুন। “প্রথম ব্যক্তি” এবং “দ্বিতীয় ব্যক্তি”-র বিষয়ে কথা বলবেন না। যদি আপনাকে গোপনীয়তা বজায় রাখার জন্য নাম বা পরিস্থিরি পরিবর্তন করতে হয়, তবুও চলতি কিছু নাম ব্যবহার করুন এবং গল্পটি যতটা সম্ভব বাস্তবসম্মতভাবে বর্ণনা করুন।
৩। গল্পের কিছু কিছু চমকপ্রদ বিষয় রাখার চেষ্টা করুন। কখনোই বলবেন না, “আমি আজকে আপনাদেরকে একটা মজার গল্প বলব।” গল্পটি সম্পর্কে আগাম কিছু না বলাই সবচেয়ে ভালো।
৪। প্রথম-পুরুষের গল্প ব্যবহার করুন। এগুলি হল সেইসব বিষয়ের গল্প যা আপনার সাথে ঘটেছে বা যেগুলির সম্পর্কে আপনার ব্যক্তিগত জ্ঞান আছে। এই গল্পগুলি উত্তম-পুরুষ সর্বনামে (first-person pronouns) বলা হয় যেমন, আমি, আমার, এবং আমাদের। এগুলি আপনার বলা সবচেয়ে বেশি কার্যকর গল্প হবে।
৫। অতিরিক্ত বিবরণ দেবেন না। বিবরণগুলি যেন গল্পটিকে আকর্ষণীয় করে তোলে তবে মুল বিষয়টিকে বিভ্রান্ত করা উচিত নয়। আপনি যদি একটি গল্পের ছোটো ছোটো বিবরণ ব্যাখ্যা করার জন্য থামেন, তবে এটি গল্পের মূল বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। গল্পের পয়েন্ট গুরুত্বপূর্ণ, অতিরিক্ত, অপ্রাসঙ্গিক বিবরণ নয়।
৬। এমন শব্দ চয়ন করুন যা আপনার শ্রোতারা বুঝতে পারবে। পরিবেশ বা শিক্ষার অভাবের কারণে আপনার দর্শকদের কাছে অপরিচিত কোনো শব্দ ব্যবহার করবেন না।
৭। ধার করা গল্প এমনভাবে বলবেন না যেন সেই অভিজ্ঞতা আপনার নিজের সাথে ঘটেছে। অন্যের কাছ থেকে গল্প ধার করা ভুল নয়। তবে, কিছু লোক এমন একটি গল্প ধার করে যা অন্য কারোর সাথে ঘটেছিল এবং এটি এমনভাবে বলে যেন এটি তাদের সাথেই ঘটেছে। যদি আপনার শ্রোতারা পরে জানতে পারে যে এই ঘটনাটি আসলে আপনার সাথে ঘটেনি, তবে এটি আপনার বলা অন্যান্য জিনিসের প্রতি তাদের আস্থা নড়বড়ে করে দিতে পারে।
একজন ভালো গল্পকার হতে শিখুন। একটি নিয়ম যা প্রতিটি পাস্টারের অনুসরণ করা উচিত, তা হল: গল্প না বলে কখনোইসারমন প্রচার না করা।
আপনি যদি পরবর্তী বছরে আপনার প্রচারের কেবল একটি অংশে কাজ করতে চান, তাহলে ভালো দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য কাজ করুন। আপনার লোকেরা দ্রুত পার্থক্য লক্ষ্য করবে। আপনি যদি আপনার সারমনগুলিতে গল্পগুলি কার্যকরভাবে ব্যবহার করতে শেখেন, তাহলে আপনি একজন সাধারণ প্রচারক থেকে একজন ভালো প্রচারক বা একজন ভালো প্রচারক থেকে একজন শ্রেষ্ঠ প্রচারক হয়ে উঠবেন।
আপনার সারমনটি সম্পূর্ণভাবে লিখুন
আপনার সম্পূর্ণ সারমনটি লেখা অনেক বেশি কাজ! আপনি যদি প্রতি সপ্তাহে প্রচার করে থাকেন, তাহলে আপনি হয়তো প্রতিটি সারমনের জন্য এটি করতে পারবেন না। তবে, আপনি দেখতে পাবেন যে একটি সম্পূর্ণ সারমন লেখা নিজেকে শৃঙ্খলাপরায়ণ করার এবং আপনার সারমনগুলিকে উন্নত করার একটি ভালো উপায়। কেন একজন ব্যক্তির সম্পূর্ণভাবে সারমন লেখা উচিত – তার একাধিক কারণ আছে।
লেখা মনোযোগ বৃদ্ধি করতে সাহায্যে করে।
আমরা যখন অধ্যয়ন করি তখন আমাদের অন্যমনস্ক হওয়ার প্রবণতা থাকে। লেখা আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে। আপনি যখন অধ্যয়ন করছেন, তখন প্রতিটি পদ বা বাক্যাংশ বা এমনকি আপনি অধ্যয়নরত প্রতিটি শব্দ সম্পর্কে একটি নোট লিখতে নিজেকে বাধ্য করা একটি সহায়ক বিষয়। লেখার বিষয় খোঁজার একাগ্রতা আপনাকে ভাবতে বাধ্য করবে; চিন্তাভাবনা এমন অন্তর্দৃষ্টি তৈরি করবে যা আপনি আগে দেখেননি। চিন্তাভাবনা লেখার প্রক্রিয়াটি আরো চিন্তা-ভাবনার ক্ষেত্র তৈরি করে।
লেখা আপনাকে সেইসব সত্য দেখতে সাহায্য করে যা আপনি অন্যভাবে দেখতে পাবেন না।
আপনি যদি অধ্যয়নরত প্রতিটি পদ সম্পর্কে কিছু লিখতে নিজেকে জোর করেন তবে আপনি যতক্ষণ না কিছু লিখছেন ততক্ষণ তা দেখতে থাকবেন। এটি এমন কিছু হতে পারে যা আপনি আগে কখনো দেখেননি। আপনি যদি একটি নির্দিষ্ট পদ সম্পর্কে নিজেকে ১০টি জিনিস লিখতে বাধ্য করেন তবে আপনি অসাধারণ কিছু শিখবেন।
পিউরিটানরা (Puritans) শাস্ত্রের মাত্র কয়েকটি পদে একাধিক সত্যের প্রকাশ দেখার ক্ষমতার জন্য পরিচিত ছিল। তারা এই তথ্য পেয়েছিল কারণ তারা বাইবেলের অনুচ্ছেদগুলিতে মনোনিবেশ করার জন্য এবং তাদের চিন্তাভাবনাগুলি লেখার জন্য সময় ব্যয় করেছিল। এক পিউরিটান পাস্টার টমাস বস্টন (Thomas Boston), উপদেশকের একটি পদের উপরই একটি সম্পূর্ণ বই লিখেছেন; “ঈশ্বরের কাজ ভেবে দেখো তিনি যা বাঁকা করেছেন কে তা সোজা করতে পারে?” (উপদেশক ৭:১৩)। ভেবে দেখুন তিনি এই পদটি সম্পর্কে চিন্তা করার জন্য এবং তাঁর ভাবনাগুলি লেখার জন্য কতটা সময় অতিবাহিত করেছেন!
লেখা আপনার চিন্তাভাবনাকে সংগঠিত করতে সাহায্য করে।
আমরা যখন অধ্যয়ন করছি, তখন আমাদের মনের মধ্যে আসা প্রতিটি চিন্তাকে আমরা লিখে রাখার মাধ্যমে ধরে রাখতে চাই। আমাদের নথিভুক্ত চিন্তাগুলি সেই উপাদান হয়ে ওঠে যা আমরা আমাদের সারমন তৈরি করতে ব্যবহার করি। পরে, আমরা এই নথিভুক্ত চিন্তাগুলিকে সংগঠিত করি এবং সেগুলিকে সারমনে রাখি। সারমন লেখার প্রক্রিয়া আমাদেরকে সেইসব তথ্যগুলি যৌক্তিক ক্রমে রাখার জন্য যথেষ্ট দীর্ঘ সময় ধরে চিন্তা করতে বাধ্য করবে। সম্পূর্ণ সারমন লেখার কাজটির জন্য আমাদের চিন্তাধারা সংগঠিত করার প্রয়োজন এবং কাজটি তা করতে সক্ষম করে।
ঈশ্বর আপনাকে যা শেখাচ্ছেন, লেখা তার একটি চিরস্থায়ী নথি সংরক্ষণ করে রাখে।
গীত ১৩৭:৪-৬ পাঠকদের ঈশ্বরের আশীর্বাদ স্মরণ করার আহ্বান জানায়।
কিন্তু কীভাবে আমরা সদাপ্রভুর গান গাইব যখন আমরা বিদেশে বসবাস করছি? হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই, তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে। যদি আমি তোমাকে ভুলে যাই, আর যদি আমি জেরুশালেমকে আমার সর্বাধিক আনন্দ বলে গণ্য না করি, তবে যেন আমার জিভ মুখের তালুতে আটকে যায়।
ঈশ্বর চান না যে তিনি আমাদের যে আশীর্বাদ দিয়েছেন তা আমরা ভুলে যাই। আমাদের কারোরই নিখুঁত স্মৃতি নেই; তবে, যদি আমরা কিছু লিখে রাখি, তাহলে ঈশ্বর তাঁর বাক্য অধ্যয়নের মাধ্যমে আমাদের যা শিক্ষা দেন তার একটি রেকর্ড আমাদের কাছে থাকবে।
ঈশ্বর যখন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে সত্য সংরক্ষণ করার জন্য একটি পদ্ধতির সন্ধান করেছিলেন, তখন তিনি এটিকে একটি বইতে লেখা বেছে নিয়েছিলেন। একটি আদালত একটি লিখিত রেকর্ড হিসেবে সবকিছু লিখে রাখে যা আদালতের মতামত সংরক্ষণ করে। চিকিত্সকরা রোগীদের যে রোগ নির্ণয় করেন তা লিখে রাখেন। স্থপতিরা বিল্ডিং এবং অন্যান্য কাঠামোর জন্য তাদের পরিকল্পনা লেখেন। এটা কি প্রচারকদের আশা করা অস্বাভাবিক যে ঈশ্বর তাঁদেরকে যা দেন তা তারা লিখবেন, যাতে তারা ভবিষ্যতে এই একই সত্যগুলি ব্যবহার করতে পারেন?
লেখা আপনাকে অন্যদেরকে সাহায্য করার অন্য একটি দরকারী হাতিয়ার প্রদান করে।
সবসময়ই কোনো না কোনো দুঃখার্ত মানুষ থাকে যার আপনার সাহায্য প্রয়োজন। যদি আপনি ঈশ্বর আপনাকে যা শিখিয়েছেন তা লেখার ক্ষেত্রে বিশ্বস্ত হন, এই উপাদানটি তাহলে অন্তত তিনটি উপায়ে কাজে লাগতে পারে।
১। ঈশ্বর আপনাকে যা শিখিয়েছেন সেই সম্পর্কে আপনি আপনার নিজের স্মৃতিশক্তি ঝালিয়ে নিতে পারেন।
২। আপনি অন্যদেরকে কপি বা অনুলিপি দিয়ে আপনার সারমন প্রচার করতে পারেন। প্রায়শই লোকেরা কোর্সের লেখকের কাছে তার কোনো সারমনের একটি লিখিত অনুলিপি চেয়ে থাকে। তিনি শত শত মানুষকে লিখিত সারমন প্রদান করেছেন। কোনো সারমন থেকে সাহায্য পেয়েছে এমন লোকদের থেকে তিনি অনেক ইতিবাচক রিপোর্ট পেয়েছেন।
৩। ভবিষ্যতের সারমন, আর্টিকেল, বা বইয়ের জন্য লেখা দরকারী। প্রায় প্রতিটি বই বিবিধ নোট দিয়ে শুরু হয়। খুব কম লোকই আছে যারা সহজেই বসে আর শুরু থেকে শেষ পর্যন্ত একটি বই লিখে ফেলে। সারমন থেকে আপনার নোট সংগ্রহ করা একটি বড় কাজের শুরু হতে পারে।
সারমনের রেকর্ড রাখা
আপনি যদি একজন ডাক্তারের কাছে যান, তিনি রোগ নির্ণয় করবেন এবং আপনার চিকিৎসা করবেন। এর পরে, তিনি কী নির্ণয় এবং চিকিত্সা করেছেন সে সম্পর্কে নোট তৈরি করবেন। আপনি যখন সেই ডাক্তারের কাছে আবার যাবেন, তখন তাঁর কাছে আপনার চিকিৎসা ইতিহাসের রেকর্ড থাকবে। আইনজীবীরাও একই কাজ করেন। তাঁরা ভালোভাবে তাঁদের কাজের রেকর্ড রাখেন।
ঈশ্বরের কাজ সেই জাগতিক কাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। প্রচারকদের ভালো রেকর্ড রাখতে শেখা গুরুত্বপূর্ণ। প্রচারকদের রেকর্ড রাখা এবং সারমন ফাইল করার জন্য একটি সিস্টেম তৈরি করা উচিত। এখানে ফাইল করা এবং রেকর্ড রাখার জন্য কিছু পরামর্শ রয়েছে।
আপনার সারমনগুলি যথাযথভাবে ফাইল করুন
সারমন ফাইল করার বিভিন্ন উপায় আছে। আপনি পাঠ্য অনুসারে, বিষয় অনুসারে বা তারিখ অনুসারে ফাইল করতে পারেন। এই পদ্ধতিগুলির সংমিশ্রণ করাও সম্ভব।
সারমন ফাইল সংগঠনের উদাহরণ
পুরাতন নিয়ম
পঞ্চপুস্তক থেকে সারমন
ঐতিহাসিক পুস্তক থেকে সারমন
প্রজ্ঞাপুস্তক থেকে সারমন
গীতসংহিতা থেকে সারমন
ভাববাদীদের বক্তব্য থেকে সারমন
নতুন নিয়ম
সুসমাচার থেকে সারমন
প্রেরিত পুস্তক থেকে সারমন
পৌলের পুস্তক থেকে সারমন
সাধারণ পত্রগুলি থেকে সারমন
প্রাসঙ্গিক সারমন
মিশনারি সারমন
লিডারশীপ সারমন
জীবনীমূলক সারমন
সুসমাচারভিত্তিক সারমন
আপনার প্রচারের রেকর্ড রাখুন
এটিতে তারিখ, বিষয় বা শিরোনাম, পাঠ্য এবং অন্যান্য বিবরণ অন্তর্ভুক্ত থাকা উচিত। কোর্স লেখক তার সমস্ত পুরনো সারমন ফাইল ফোল্ডারে রাখেন বা কম্পিউটারে সংরক্ষণ করেন। তিনি তার বর্তমান সারমনগুলি একটি বড় নোটবুকে রাখেন।
উপসংহার
সংযোগ হল একইসাথে একটি শিল্প এবং একটি বিজ্ঞান। এটি একইসাথে ঈশ্বর প্রদত্ত একটি উপহার এবং মানুষের কঠিন পরিশ্রমের ফল। বাইবেল বলে, “যাকে অনেক দেওয়া হয়েছে, তার কাছে দাবিও করা হবে অনেক” (লূক ১২:৪৮)।
ঈশ্বর প্রচারকদের অনেক মূল্যবান সত্য দিয়েছেন। এই ভালো জিনিসগুলি সকলের মধ্যে ভাগ করার জন্য আমাদের নিজেদেরকে সর্বোত্তম উপায়ে প্রয়োগ করা উচিত। কার্যকর সারমন প্রস্তুত করার জন্য আপনার দায়িত্বকে খুব গুরুত্ব সহকারে নিন।
প্রচার ফসল উৎপাদনের নিয়ম অনুসরণ করে। আপনি যদি ভালোভাবে বীজ প্রস্তুত করেন এবং রোপণ করেন, তবে ফসলটি দুর্দান্ত হবে। আপনি যদি বীজ প্রস্তুত করতে এবং রোপণ করতে ব্যর্থ হন, তবে আপনি ভাল ফসলের আশা করতে পারবেন না।
আপনার হৃদয়ের জমি ভালোভাবে প্রস্তুত করুন। আপনার প্রচারে ঈশ্বরের বাক্যের সত্যগুলি রোপণ করুন। আপনি সফল প্রচারের পুরস্কার অর্জন করবেন।
৪ নং পাঠের অ্যাসাইনমেন্ট
(১) পরবর্তী পাঠের শুরুতে, আপনি এই পাঠের ভিত্তিতে একটি পরীক্ষা নেবেন। প্রস্তুতির সময়ে পরীক্ষার প্রশ্নগুলি ভালোভাবে অধ্যয়ন করুন।
(২) এই অ্যাসাইনমেন্টটির জন্য, আমরা সারমন প্রস্তুত করার জন্য কিছু ধাপ অনুশীলন করব। নিম্নলিখিত পাঠ্যগুলি থেকে অনুশীলনের জন্য কোনো একটি বেছে নিন।
গীত ৮
যিশাইয় ৫৫:১-৯
যোহন ৩:১-২১
১ করিন্থীয় ১৩
(ক) আপনার অনুচ্ছেদ বা বিষয়টির সাথে আপনার প্রাসঙ্গিক ধারণাগুলি লিখুন।
(খ) পাঠ্যভিত্তিক সারমনের জন্য এক লাইনের মধ্যে একটি উপযুক্ত থিম লিখুন।
(গ) এই পাঠের নির্দেশিকাগুলি ব্যবহার করে, পাঠ্যটির জন্য একটি সারমন আউটলাইন লিখুন।
(ঘ) আপনার সারমনের জন্য একটি বর্ধিত আউটলাইন লিখুন।
(ঙ) আপনার সারমনের জন্য অন্তত দুটি যথাযথ দৃষ্টান্ত খুঁজে বের করুন।
(৩) ৩ নং পাঠের মতো, ক্লাসের সামনে ৮-১০ মিনিটের মধ্যে এই সারমনটি উপস্থাপন করুন। ক্লাসের প্রত্যেক সদস্য এই কোর্স গাইডটির পিছনে দেওয়া অ্যাসেসমেন্ট ফর্মটি পূরণ করবে।
৪ নং পাঠের পরীক্ষা
(১) আপনার সারমনের শাস্ত্রাংশ বা বিষয় নির্ধারণ করার পরে আপনি যে চারটি জিনিস লিখতে পারেন তার তালিকা করুন।
(২) একটি সারমনের থিম কী?
(৩) নিচের সারমন আউটলাইনে কোনটি ভুল? (সঠিক উত্তরটি নির্বাচন করুন।)
পয়েন্টগুলি থিমের সাথে প্রাসঙ্গিক নয়।
আউটলাইনটিতে সমান্তরাল ভাবনা নেই।
পয়েন্টগুলি থিমের সাথে পুরোপুরি প্রাসঙ্গিকও নয়, একে অপরের সাথে সমান্তরালও নয়।
আউটলাইনে কোনো ভুল নেই।
সারমনের রূপরেখা
থিম: প্রভুর প্রশংসা করো
আউটলাইন:
ক। তাঁর পরিচয়ের জন্য আমরা ঈশ্বরের প্রশংসা করি।
খ। আমাদের জন্য তিনি যা করেছেন তার জন্য আমরা ঈশ্বরের প্রশংসা করি।
গ। আমাদের প্রতিবেশীদের আমাদের ভালবাসা উচিত।
(৪) আপনার সারমনের জন্য একটি সুস্পষ্ট আউটলাইন লেখার তিনটি সুবিধা লিখুন।
(৫) এটি সত্যি না মিথ্যা: একটি বর্ধিত আউটলাইনে, আপনি সম্পূর্ণ বাক্যে প্রতিটি পয়েন্ট প্রসারিত করেন।
(৬)যদি একটি সারমনকে একটি বাড়ির সাথে তুলনা করা হয়, তাহলে ভালো দৃষ্টান্তগুলি কী?
(৭) একটি সারমনে গল্প ব্যবহার করার পাঁচটি সুবিধার মধ্যে তিনটি লিখুন।
(৮) একটি সারমন সম্পূর্ণভাবে লেখার পাঁচটি সুবিধার মধ্যে তিনটি লিখুন।
SGC exists to equip rising Christian leaders around the world by providing free, high-quality theological resources. We gladly grant permission for you to print and distribute our courses under these simple guidelines:
No Changes – Course content must not be altered in any way.
No Profit Sales – Printed copies may not be sold for profit.
Free Use for Ministry – Churches, schools, and other training ministries may freely print and distribute copies—even if they charge tuition.
No Unauthorized Translations – Please contact us before translating any course into another language.
All materials remain the copyrighted property of Shepherds Global Classroom. We simply ask that you honor the integrity of the content and mission.