পাঠের উদ্দেশ্য
এই পাঠের শেষে শিক্ষার্থীরা:
(১) প্রচারে পবিত্র আত্মার অভিষেকের গুরুত্ব বুঝবে।
(২) প্রচারের জন্য ব্যক্তিগত প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে জানবে।
(৩) প্রচারক এবং শ্রোতার প্রস্তুতিতে পবিত্র আত্মার ভূমিকা বুঝবে।
Search through all lessons and sections in this course
Searching...
No results found
No matches for ""
Try different keywords or check your spelling
1 min read
by Danny McCain
এই পাঠের শেষে শিক্ষার্থীরা:
(১) প্রচারে পবিত্র আত্মার অভিষেকের গুরুত্ব বুঝবে।
(২) প্রচারের জন্য ব্যক্তিগত প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে জানবে।
(৩) প্রচারক এবং শ্রোতার প্রস্তুতিতে পবিত্র আত্মার ভূমিকা বুঝবে।
এই কোর্সের আমরা সংযোগ স্থাপনের শিল্প নিয়ে অধ্যয়ন করেছি।[1] আমরা কীভাবে সারমন প্রস্তুত করতে হয়, কার্যকর শিক্ষাদান এবং মানবিক সম্পর্কের কৌশল, এবং বিবিধ-সাংস্কৃতিক সংযোগ ও আরো ভালোভাবে শোনার দক্ষতার ব্যাপারে শিখেছি। খ্রিষ্টীয় কর্মীর জন্য এই সমস্ত কৌশলই গুরুত্বপূর্ণ। খ্রিষ্টীয় পরিচর্যাকারী, শিক্ষক, বা লিডার হিসেবে কার্যকরভাবে সংযোগ স্থাপন করার জন্য আমাদের ক্ষমতার সবকিছু করা উচিত।
তবে, আমরা যা করতে পারি তার সবকিছু করার পরে, আমরা আত্মিক অভিষেকের জন্য পবিত্র আত্মার ওপর নির্ভর করি। এই শেষ পাঠে আমরা প্রচারে পবিত্র আত্মার ভূমিকা নিয়ে অধ্যয়ন করব। আমরা প্রচারের ওপর মনোনিবেশ করব, কিন্তু এই নীতিগুলি শিক্ষাদান এবং অন্যান্য ধরণের খ্রিষ্টীয় সংযোগের ওপরেও সমানভাবে প্রযোজ্য।
[1]একজন পরিচর্যাকারী হিসেবে, আপনার অনেক দায়িত্ব আছে, কিন্তু এগুলির কোনোটাই আপনার প্রচারের আহ্বানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। প্রচারের মাধ্যমে, ঈশ্বর সেইসব লোকেদের সাথে কথা বলেন যাদের তিনি আপনার দায়িত্বে রেখেছেন। যেহেতু প্রচারের মিনিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ, শয়তান আপনাকে কার্যকর প্রস্তুতি নেওয়া থেকে সবরকমভাবে বিভ্রান্ত করবে। যদি আপনি প্রচারের জন্য আপনার আহ্বানের পরিপূর্ণতায় কার্যকর হতে চান, আপনাকে অবশ্যই পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় নিতে হবে। প্রচারকের প্রস্তুতি মূলত সারমন প্রস্তুতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
প্রচারককে অবশ্যই ব্যক্তিগত প্রার্থনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে
কার্যকর প্রচার এবং শিক্ষাদানের জন্য, আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা জনসমক্ষে লোকেদের সাথে কথা বলার আগে, আমাদের আবশ্যিকভাবে ঈশ্বরের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে হবে। ঈশ্বরের আত্মার অভিষেকের মাধ্যমে প্রচারে শক্তি আসে। প্রচারের জন্য আমাদের প্রস্তুতিতে অবশ্যই ঈশ্বরের সাথে সময় অন্তর্ভুক্ত থাকতে হবে।
এই সত্যটির সবচেয়ে মহান উদাহরণ হলেন যিশু। সুসমাচারগুলি জানায় যে যিশু রাতের পর রাত প্রার্থনায় কাটাতেন। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াত আগে, যিশু সারা রাত প্রার্থনায় কাটিয়েছিলেন (লূক ৬:১২-১৩)। যদি ঈশ্বরের পাপহীন পুত্র, যিনি তাঁর পিতার সাথে ঐক্যে থাকতেন, প্রার্থনার ওপর থাকতে পারেন, তাহলে মিনিস্ট্রিতে কার্যকর হওয়ার জন্য আমাদের কত প্রার্থনার প্রয়োজন!
প্রার্থনার মাধ্যমে, আমরা ঈশ্বরের সম্পূর্ণ অস্ত্রসজ্জা পরিধান করি (ইফিষীয় ৬:১৩)। প্রার্থনার মাধ্যমে, আমরা কার্যকর মিনিস্ট্রির জন্য সজ্জিত। মিনিস্ট্রির জন্য আমাদের প্রস্তুতিতে অবশ্যই আন্তরিক প্রার্থনা অন্তর্ভুক্ত থাকা উচিত।
প্রচারককে অবশ্যই ব্যক্তিগত বিশুদ্ধতার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে
► ১ তিমথি ৬ অধ্যায় পড়ুন। পাস্টারের চরিত্র সম্পর্কে এই অধ্যায়টি কী শেখায়?
ঈশ্বর কোনো প্রোগ্রাম বা পরিকল্পনাকে অভিষিক্ত করেন না; তিনি লোকেদের অভিষিক্ত করেন। গোটা শাস্ত্র জুড়ে আমরা দেখি যে ঈশ্বরের অভিষেক তাদের ওপরেই নেমে এসেছে যারা পরিষেবার জন্য প্রস্তুত। হগয় সেইসব লোকেদের সাথে কথা বলেছিলেন যারা ঈশ্বরের কাজ করার চেষ্টা করছিল কিন্তু ঈশ্বরের বিধানের প্রতি আনুগত্যে জীবন যাপন করছিল না। ঈশ্বর বলেছিলেন, “[তারা...] যা কিছু উৎসর্গ করে সেসব অশুচি” (হগয় ২:১৪)। আত্মা-অভিষিক প্রচার সেইসব প্রচারকের মাধ্যমেই আসে যারা তাদের বিশুদ্ধতার সাথে কোনোরকম সমঝোতা করা প্রত্যাখ্যান করে।
অনেক প্রচারকের পরিচর্যা ব্যক্তিগত নীতিনিষ্ঠা হারিয়ে ফেলার কারণে কেলেঙ্কারীতে শেষ হয়েছে। আর্থিক ও যৌন কেলেঙ্কারি সুপরিচিত পাস্টার এবং সুসমাচার প্রচারকদের মিনিস্ট্রি শেষ করে দিয়েছে। অন্যান্য পরিচর্যাকারী এবং লিডাররা প্রকাশ্য কেলেঙ্কারী এড়িয়ে গেলেও গোপন পাপের কারণে মিনিস্ট্রিতে অকার্যকর হয়ে পড়েছেন।
পৌল ইফিষীয়র তরুণ প্রচারক তিমথিকে চিঠি লিখেছিলেন। তিনি তিমথিকে বলেছিলেন যে একজন পরিচর্যাকারী হিসেবে তাঁকে তাঁর সততা অবশ্যই বজায় রাখতে হবে। তিমথিকে দেওয়া পৌলের আদেশ আমাদেরকে একজন ব্যক্তিকে দেখায় ঠিক যেমন আমাদের মিনিস্ট্রিতে কার্যকরী হওয়ার জন্য হওয়া উচিত (১ তিমথি ৬:৩-১১, ২ তিমথি ২:২২)।
পৌল তিমথিকে নিম্নলিখিত বিষয়গুলি থেকে পালাতে বলেছিলেন:
আমাদের অবশ্যই পাপ এবং বিক্ষিপ্ততা থেকে পালাতে হবে যা পরিচর্যার কাজকে বাধা দেয়। মন্ডলী এমন প্রচারকদের দ্বারা লজ্জিত হয় যারা ঝগড়াটে, অনৈতিক, সত্যের প্রতি অবিশ্বস্ত, ব্যক্তিগত অহংকার দ্বারা অনুপ্রাণিত বা অর্থলোভী।
পৌল তিমথিকে বলেছিলেন তাঁকে অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করতে হবে:
আমাদের অবশ্যই সেই অভ্যন্তরীণ গুণাবলী অনুসরণ করতে হবে যা আমাদের পরিচর্যা কাজের জন্য সুসজ্জিত করে। লক্ষ্য করুন যে পৌল যে গুণগুলি তালিকাভুক্ত করেছেন তা মূলত বাহ্যিক নয়; সেগুলি হৃদয়ের গুণাবলী। পরিচর্যাকারীর ব্যক্তিগত সততার চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল আমরা ভিতরের গুণাবলীর পরিবর্তে বাহ্যিক চেহারার দিকে মনোনিবেশ করি। “মানুষ যা দেখে সদাপ্রভু তা দেখেন না। মানুষ বাইরের চেহারাই দেখে, কিন্তু সদাপ্রভু অন্তর দেখেন” (১ শমূয়েল ১৬:৭)। যদি আমাদের মধ্যে আত্মার অভিষেকের আকাঙ্খা থাকে, তাহলে আমাদের অবশ্যই এমন একটি হৃদয় গড়ে তুলতে হবে যেটিকে ঈশ্বর আশীর্বাদ করতে পারেন।
পৌল তিমথিকে বলেছিলেন তাঁকে অবশ্যই বিশ্বাসের জন্য যুদ্ধ করতে হবে (১ তিমথি ৬:১২)।
পৌল করিন্থীয়দের সুসমাচারের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছিলেন। এটি হল সেই সুসমাচার যা আমাদের পরিত্রাণে নিয়ে আসে।
এখন ভাইবোনেরা, আমি যে সুসমাচার তোমাদের কাছে প্রচার করেছি, তা আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, যা তোমরা গ্রহণ করেছিলে এবং যার উপরে তোমরা প্রতিষ্ঠিত আছ। এই সুসমাচারের দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, যদি তোমরা তোমাদের কাছে আমার প্রচারিত বাক্য দৃঢ়ভাবে ধারণ করে থাকো। অন্যথায়, তোমরা বৃথাই বিশ্বাস করেছ (১ করিন্থীয় ১৫:১-২)
যিহূদা প্রচারকদের সেই বিশ্বাসের জন্য প্রাণপণ সংগ্রাম করার আহ্বান করেছেন যা সর্বসময়ের জন্য একবারই পবিত্রগণের কাছে দেওয়া হয়েছিল (যিহূদা ১:৩)। প্রচারকের কখনোই তাঁর প্রচারে সুসমাচারের কেন্দ্রিকতাকে অন্য সমস্যা দ্বারা প্রতিস্থাপন করা উচিত নয়। রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, বা তাত্ত্বিক বিতর্ক – যেটিই হোক, শয়তান সুসমাচারের বার্তা থেকে পরিচর্যাকারীদের মনোনিবেশ সরাতে চায়। একজন পরিচর্যাকারী হিসেবে আপনাকে অবশ্যই বিশ্বাসের জন্য যুদ্ধ করতে হবে। সুসমাচারকে আবশ্যিকভাবে আপনার প্রচারের কেন্দ্রিবন্দু থাকতে হবে।
প্রচারক হিসেবে, মিনিস্ট্রির জন্য আমাদেরকে আমাদের সেরা কাজটা করতে হবে। তবে, শেষ পর্যন্ত আমরা প্রচারের শক্তির জন্য পবিত্র আত্মার অভিষেকের ওপরেই নির্ভর করি।
পবিত্র আত্মা প্রচারকের অন্তরে আলো প্রদান করেন
► উল্লিখিত পদগুলি পড়ুন: গীত ১১৯:১৮, ৩৩, ইফিষীয় ১:১৬-১৮, ১ করিন্থীয় ২:৯-১৬। এই পদগুলি শাস্ত্রের প্রতি আমাদের বোধগম্যতা সম্পর্কে কী শেখায়?
অন্তর্দৃষ্টির আলো হল পবিত্র আত্মার মাধ্যমে আমাদের বোঝার সূচনা৷ এটি আমাদের পাঠ্যের অধ্যয়নের ফলাফলের চেয়ে অনেক বেশি; এটি একটি ঐশ্বরিক কাজ। পবিত্র আত্মার জ্ঞানের আলো সচেতন অধ্যয়নের প্রয়োজনকে প্রতিস্থাপন করে না, বরং এটি একা অধ্যয়নের মাধ্যমে আমরা যা পেতে পারি তার চেয়ে বহুগুণে বেশি কিছু প্রদান করে। এই আলোর জন্য প্রত্যেক প্রচারকের প্রার্থনা করা উচিত!
পবিত্র আত্মা প্রচারকের বার্তায় শক্তি প্রদান করেন
ঠিক যেভাবে যিশু প্রচারের জন্য প্রস্তুতিতে প্রার্থনার গুরুত্বকে তুলে ধরেছিলেন, সেইভাবেই তিনি পরিচর্যা কাজে পবিত্র আত্মার গুরুত্বকে প্রকাশ করেছেন। তাঁর প্রথম প্রচারে, যিশু বলেছিলেন,
প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনি আমাকে অভিষিক্ত করেছেন (লূক ৪:১৮)।
যিশু দেখিয়েছিলেন যে পরিচর্যা কাজে কার্যকারিতার মূল চাবিকাঠি হল পবিত্র আত্মার অভিষেক।
যিশু তাঁর শিষ্যদের সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করার জন্য পাঠিয়েছিলেন। তবে, তাঁরা প্রচার করার জন্য প্রস্তুত হওয়ার আগে, তাঁদের পবিত্র আত্মার অভিষেক লাভ করতে হয়েছিল। যিশু তাঁর সাক্ষ্যপ্রদানকারীদের পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রেরণ করতেন না।
কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তি লাভ করবে, আর তোমরা জেরুশালেমে ও সমস্ত যিহূদিয়ায় ও শমরিয়ায় এবং পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত আমার সাক্ষী হবে (প্রেরিত ১:৮)।
এটি কেবল আত্মার আলোর মাধ্যমেই হয় যাতে আমরা সঠিকভাবে শাস্ত্রের ব্যাখ্যা করতে পারি। এরপর, এটি কেবলই আত্মার শক্তির মাধ্যমে সম্পন্ন হয় যাতে আমাদের প্রচার বা শিক্ষাদান আমাদের শ্রোতাদের অন্তরে প্রবেশ করে। এটি আত্মার মাধ্যমে হয় যেখানে ঈশ্বরের বাক্য প্রাণ ও আত্মা এবং শরীরের গ্রন্থি ও মজ্জা পর্যন্ত তা ভেদ করে যায়, এবং তা হৃদয়ের চিন্তা ও আচরণের বিচার করে (ইব্রীয় ৪:১২)।
যিশু তাঁর শিষ্যদের একটি অসাধারণ প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিকূল বা বিরোধী দর্শকদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য তাদের প্রস্তুত করে, যিশু প্রতিজ্ঞা করেছিলেন, “কারণ তোমরা যে কথা বলবে, তা নয়, কিন্তু তোমাদের পিতার আত্মাই তোমাদের মাধ্যমে কথা বলবেন” (মথি ১০:২০)। এটির মানে এই নয় যে অধ্যয়ন এবং প্রস্তুতি গুরুত্বহীন। যিশু আমাদেরকে অধ্যয়ন এড়িয়ে যেতে বলেননি, বরং তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে আমরা পবিত্র আত্মার শক্তিতে কথা বলি।
পৌল এই শক্তির সাক্ষ্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন, “আমার বার্তা ও আমার প্রচার কোনও জ্ঞানের বা প্রেরণা দেওয়ার বাক্যযুক্ত ছিল না, কিন্তু ছিল পবিত্র আত্মার পরাক্রমের প্রদর্শনযুক্ত” (১ করিন্থীয় ২:৪)। পৌল সযত্নে অধ্যয়ন করতেন। তিনি একজন মহান পন্ডিত ছিলেন, কিন্তু তিনি জানতেন প্রচারে চূড়ান্ত শক্তি পবিত্র আত্মার কাছ থেকে আসে, মানুষের জ্ঞান বা শক্তি থেকে নয়।
ঈশ্বরের বাক্যের কার্যকরী শিক্ষক এবং প্রচারক হওয়ার জন্য, আমাদের পাঠ্য বোঝার জন্য অধ্যয়ন করা উচিত। ঈশ্বরের আত্মা দ্বারা অভিষিক্ত হওয়ার জন্য আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে আমরা বিশ্বাস করতে পারি যে ঈশ্বর তাঁর লোকেদের কাছে তাঁর বাক্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাধ্যমে কথা বলবেন। এটিই প্রচারের সত্যিকারের শক্তি প্রদান করবেন।
ঈশ্বর কেবল প্রচারককে প্রস্তুত করেন তা নয়, তিনি সত্য গ্রহণের জন্য দর্শক/শ্রোতাদেরকেও প্রস্তুত করেন। যদিও প্রচারককে নিজেকে অবশ্যই মিনিস্ট্রির জন্য প্রস্তুত করতে হবে, আমরা আনন্দ করতে পারি যে পবিত্র আত্মা শ্রোতাদের মিনিস্ট্রির জন্য প্রস্তুত করেন। যখন আমরা প্রচার করি বা শিক্ষা দিই, তখন আমরা নিজেদের যোগ্যতায় তা করি না।
পৌল থিষলনীকীয়দের মনে করিয়ে দিয়েছেন যে তাঁর প্রচারের প্রভাব তাঁর নিজের কথা বলার দক্ষতার ওপর ভিত্তিশীল নয় বরং তা পবিত্র আত্মার শক্তির ওপর ভিত্তিশীল। “আমাদের সুসমাচার শুধু বাক্যবিন্যাসের দ্বারা তোমাদের কাছে আসেনি, কিন্তু এসেছিল পরাক্রম, পবিত্র আত্মায় এবং গভীর প্রত্যয়ের সঙ্গে” (১ থিষলনীকীয় ১:৫)। পবিত্র আত্মা প্রেরিতের কথাগুলি নিয়েছিলেন এবং শক্তি ও দৃঢ় প্রত্যয়ের সাথে থিষলনীকীয়দের হৃদয়ে তা প্রয়োগ করেছিলেন।
যতক্ষণ না আত্মা প্রচারকে শক্তিযুক্ত করছেন, শ্রোতারা মানসিকভাবে সম্মত হলেও তাদের হৃদয়ে তা স্পর্শ করবে না। এটি হল সেই আত্মা যিনি শ্রোতাদের তাদের প্রয়োজনের জন্য দোষী সাব্যস্ত করে এবং একটি গভীর প্রতিক্রিয়া তৈরি করেন।
আমরা যারা প্রচার করি, প্রত্যেকের জন্য এই সত্যটি একটি বড় অনুপ্রেরণা হওয়া উচিত। আমরা আমাদের নিজেদের দক্ষতার উপর নির্ভর করি না; আমরা পবিত্র আত্মার শক্তিতে প্রচার করি।
১৭৪১ সালের জুলাই মাসে জোনাথন এডওয়ার্ডস (Jonathan Edwards) কানেক্টিকাটের এনফিল্ড শহরে অবস্থিত একটি মন্ডলীতে একটি সারমন প্রচার করছিলেন যার শিরোনাম ছিল “এক ক্রুদ্ধ ঈশ্বরের হাতে পাপীগণ” (Sinners in the Hands of an Angry God)। এটি ছিল মহাজাগরণের সময় (Great Awakening), আমেরিকার ইতিহাসে ঈশ্বরের আত্মার সবচেয়ে তীব্র প্রসারণ। ঈশ্বরের আত্মা সমগ্র এলাকা জুড়ে কাজ করছিলেন।
এডওয়ার্ডস এই একই সারমন তার নিজের মন্ডলীতে সামান্য প্রভাবের সাথে প্রচার করেছিলেন, কিন্তু তিনি অনুভব করেছিলেন যে ঈশ্বর তাকে এনফিল্ডে সারমন প্রচারের জন্য নেতৃত্ব দিচ্ছেন। এডওয়ার্ডস কোনো প্রভাবশালী প্রচারক ছিলেন না। তিনি সাধারণত স্বরেই তাঁর সারমন পাঠ করেছিলেন। তিনি উচ্চস্বরে কথা বলেননি বা কোনো নাটকীয় প্রদর্শন ব্যবহার করেননি। এডওয়ার্ডসের প্রচারের শৈলীর মধ্যে কোনোকিছুই একটি দুর্দান্ত প্রতিক্রিয়াকে অনুপ্রাণিত করার মত ছিল না।
তবে, সেইদিন ঈশ্বরের আত্মা মন্ডলীর মধ্যে প্রবাহিত হয়েছিল। একজন সাক্ষী লিখেছেন, “সারমন শেষ হওয়ার আগে, পুরো মন্ডলীগৃহে একটি তীব্র আর্তনাদ ও কান্না ছড়িয়ে পড়েছিল.... লোকেরা চিৎকার করে হাহাকার করছিল, ‘পরিত্রাণের জন্য আমি কী করব?’ ‘হায়, আমি নরকে চলে যাচ্ছি!’ ‘হায়, আমি খ্রিষ্টের জন্য কী করব?’ এবং ইত্যাদি। প্রচারককে জোর করে প্রচার করা বন্ধ করতে হয়েছিল কারণ সেদিন ঈশ্বরের আত্মার আশ্চর্যজনক শক্তি দেখা গিয়েছিল।”
এডওয়ার্ডস অধ্যয়নে প্রস্তুতি নিয়েছিলেন; তিনি প্রার্থনায় প্রস্তুতি নিয়েছিলেন; তিনি ব্যক্তিগত পবিত্রতা বজায় রাখতেন। এই সবকিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু চূড়ান্ত শক্তি পবিত্র আত্মা থেকেই এসেছিল।
[1]যদি পবিত্র আত্মার অভিষেক এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে বহু প্রচারক কেন সামান্য কিছুতেই মানিয়ে নেন? একটা কারণ হতে পারে যে আমরা অভিষেকের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করতে ইচ্ছুক নই।
আমরা দেখেছি যে আত্মার অভিষেক প্রার্থনার মূল্য প্রদান করে। ই. এম. বাউন্ডস (E.M. Bounds) লিখেছেন, “প্রার্থনা, আরো প্রার্থনা, হল প্রচারের [অভিষেকের] মূল্য।”[3]
প্রার্থনা ঈশ্বরের প্রতি আমাদের বিনম্র নির্ভরতাকে প্রকাশ করে। যদি আমরা অনুভব করি যে আমাদের নিজস্ব ক্ষমতায় আমরা প্রচার করার জন্য সক্ষম, ঈশ্বর আমাদেরকে তা করার অনুমতি দেবেন। যদি আমরা আমাদের নিজেদের মহিমার জন্য প্রচার করি, তাহলে আমাদের প্রতি আত্মার অভিষেক থাকবে না। ঈশ্বর বলেছেন, “আমার মহিমা আমি আর অন্য কাউকে দিতে পারি না” (যিশাইয় ৪৮:১১)। ঈশ্বরের অভিষেক চাওয়ার জন্য অবশ্যই ঈশ্বরের মহিমা আমাদের প্রেরণা হতে হবে, আমাদের নিজস্ব মহিমা নয়।
(১) আপনি এই পাঠের ভিত্তিতে একটি পরীক্ষা নেবেন। প্রস্তুতির সময়ে পরীক্ষার প্রশ্নগুলি ভালোভাবে অধ্যয়ন করুন।
(২) এই কোর্সের আপনি যে নীতিগুলি শিখেছেন সেগুলি ব্যবহার করে ক্লাসে একটি ১৫-২০ মিনিটের সারমন প্রচার করুন। ক্লাসের প্রত্যেক সদস্য এই কোর্স গাইডটির পিছনে দেওয়া অ্যাসেসমেন্ট ফর্মটি পূরণ করবে। এই সারমনটির জন্য আপনার সহপাঠীদের পর্যালোচনার সাথে আপনার আগের সারমনগুলির জন্য তাদের পর্যালোচনা তুলনা করার মাধ্যমে, আপনি কার্যকরভাবে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে আপনার দক্ষতার উন্নতি মূল্যায়ন করতে পারেন।
(১) দু’টি উপায়ের উল্লেখ করুন যেটিতে প্রচারকের নিজেকে কার্যকর পরিচর্যা কাজের জন্য অবশ্যই প্রস্তুত করা উচিত।
(২) পৌল তিমথিকে কীসের জন্য যুদ্ধ করতে বলেছেন?
(৩) কোন দুটি উপায়ে পবিত্র আত্মা একজন প্রচারককে প্রস্তুত করেন?
(৪) ‘অন্তরের আলো’ বা ইলিউমিনেশন-এর সংজ্ঞা দিন।
(৫) যিশুর প্রকাশ অনুযায়ী পরিচর্যা কাজে কার্যকারিতার মূল চাবিকাঠি কী?
(৬) ই. এম. বাউন্ডস’র বক্তব্য অনুযায়ী, প্রচারের [অভিষেকের] মূল্য কী?
SGC exists to equip rising Christian leaders around the world by providing free, high-quality theological resources. We gladly grant permission for you to print and distribute our courses under these simple guidelines:
All materials remain the copyrighted property of Shepherds Global Classroom. We simply ask that you honor the integrity of the content and mission.
Questions? Reach out to us anytime at info@shepherdsglobal.org
Total
$21.99By submitting your contact info, you agree to receive occasional email updates about this ministry.
Download audio files for offline listening
No audio files are available for this course yet.
Check back soon or visit our audio courses page.
Share this free course with others