পবিত্র জীবনযাপনের মতবাদ ও অনুশীলন

পবিত্র জীবনযাপনের মতবাদ ও অনুশীলন

পাঠের উদ্দেশ্য

এই অধ্যায়ের শেষে, শিক্ষার্থী:

(১) ঈশ্বরের পবিত্রতার সৌন্দর্য এবং আমাদের পবিত্র করার জন্য তাঁর যে পরিকল্পনা তার সমাদর করবে।

(২) পবিত্রতা বিষয়ক ভুল ধারণাগুলি ত্যাগ করবে এবং পবিত্রতার বাইবেলভিত্তিক ধারণাগুলি গ্রহণ করবে।

(৩) পবিত্র হওয়া মানে কী তা একজন নতুন বিশ্বাসীকে বোঝাতে সমর্থ হবে।

(৪) ১ পিতর ১:১৪-১৬ মুখস্ত করবে।