সংযোগের নীতিসমূহ

সংযোগের নীতিসমূহ

পাঠের উদ্দেশ্য

এই পাঠের শেষে শিক্ষার্থীরা:

(১) ঈশ্বরের রাজ্যে সংযোগের গুরুত্ব বুঝবে।

(২) ঈশ্বর যে পদ্ধতিতে ত্রিত্বের মধ্যে, অন্যান্য আত্মিক শক্তির সাথে এবং মানুষের সাথে সংযোগ করেছিলেন তা বুঝবে।

(৩) যিশু পৃথিবীতে থাকাকালীন যেসকল উপায়ে সংযোগ করতেন তা উপলব্ধি করবে।

(৪) মানবজাতির মধ্যে ঈশ্বরের স্বরূপের অংশ হিসেবে সংযোগ করার ক্ষমতাকে স্বীকৃতি দেবে।

(৫) ভালো বা মন্দ সাধনের জন্য মানুষের মুখের [জিহ্বা] শক্তিকে সম্মান করবে।