খ্রিষ্টীয় বিশ্বাস

খ্রিষ্টীয় বিশ্বাস

পাঠের উদ্দেশ্য

(১) শিক্ষার্থী ব্যাখ্যা করতে পারবে:

  • সাধারণ প্রকাশ এবং বিশেষ প্রকাশের ধারণাগুলি।

  • বাইবেল যে ঈশ্বরের বাক্য তার প্রমাণ।

  • শাস্ত্রের অনুপ্রেরণা।

  • কেন শাস্ত্রের অনুপ্রেরণার অর্থ হল যে, এটি নির্ভুল।

  • অনুপ্রাণিত, অব্যর্থ, এবং চির-অভ্রান্ত - এই শব্দগুলি।

  • কেন বাইবেল লেখা সমাপ্ত হয়ে গেছে এবং তা আর প্রসারিত করা যাবে না।

  • কিভাবে বাইবেল হল ধর্মতত্ত্বের প্রাথমিক উৎস এবং চূড়ান্ত কর্তৃত্ব।

  • খ্রিষ্টবিশ্বাসীদের দৈনন্দিন জীবনে বাইবেল কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

  • বাইবেল সম্বন্ধে খ্রিষ্টীয় বিশ্বাসের একটি বিবৃতি।

(২) শিক্ষার্থী ভুল কর্তৃত্বের কথা শোনা অথবা সীমিত উদ্দেশ্য নিয়ে বাইবেল অধ্যয়ন করা এড়িয়ে চলবে।